হারিয়ে যেতে বড় সাধ হয় একটা অচেনা দেশে,
যে দেশে ভন্ডের রাজনীতি নেই,নেই নামমাত্র গণতন্ত্র,
নেই বর্ণভেদ প্রথা,অর্থনৈতিক বৈষম্য।


নেই পারমাণবিক শক্তির অপব্যবহার।
নেই কাঁটাতারের বেড়া,সীমান্ত সেনাবাহিনী,
স্বদেশ-বিদেশ ভিন্ন নাম।
যেখানে নেই মুখোশধারী মানুষের বাস।


ইচ্ছে হয় একটা আদিম জীবন শুরু করি,
কারণ?
জন্মের আগেই মোর জন্য ঠিক হয়ে আছে,
জাতি,বর্ণ,ধর্ম,সমাজ,রাজনীতি।
শ্মশানের বহ্নিশিখায় শয্যায়িত হবে এ দেহ
কিংবা মাটির নিচে লবণাক্ত কবরের অন্ধকূপ।
পদাঘাতে ভেঙে দিতে চাই সব বাঁধা
সূর্যের মতো জ্বালিয়ে দেব ঐ সব বিধান
জন্ম হোক যেন আবার কোন ধর্মের নয়
বরং একটা মানুষ হয়ে।