নববর্ষের ভোরে রাঙা রোদ হেসে,
আমি ছিলাম খুশি,হাওয়ায় মন ভুলে।
হঠাৎ সে এলো,চোখে প্রেমের ছায়া,
বলো কত ভালোবাসে,শোনো আমার মায়া।
মন যে করলো ভার,হাসিটা গেল মরে,
বিষাদ নামালো,ভালোবাসার ভীড়ে।
নতুন বছরের রোদে এল বিষাদের ধোঁয়া,
ভালোবেসে বাঁধলে আমায়,আমার কোথা যাওয়া?
বিরক্ত প্রেমের ফাঁদে আমি ক্লান্ত পথিক,
নববর্ষ ভুলে আজ,ভাঙা মনের সঙ্গী এক।