জীবনের ক্যালেন্ডারে ঝরে পড়েছে
একেকটি পাতা,একেকটি ঋতুর ছোঁয়া,
আজ সেই পাতার সংখ্যা বত্রিশ—
বত্রিশটি ভোর,বত্রিশটি সন্ধ্যা,
রোদে পোড়া দুপুর আর শ্রাবণের কান্না।

আজ জ্বলে উঠেছে আমার ৩২তম তারা,
সে বলে— “তুই আলো ছুঁতে চেয়েছিলি একদিন,
আজও তোর পাশে ছায়ারা স্মৃতির মতো জেগে আছে।”

নদীর মতো এগিয়ে চলেছি,
প্রতিটি বাঁকে জমে আছে কিছু না-বলা কথা,
কিছু ভুল,কিছু গান,কিছু থমকে যাওয়া হাওয়া।

"নদীর বাঁকে বাঁকে জমেছে অজানা গল্পের পাতা,
৩২ বার সূর্য ওঠার মাঝে আজ নতুন সূচনা।"

প্রতি বছর নতুন পাতা মেলে,জীবনের গাছের শাখায়, অনেক গল্প জমে।

পঞ্চম পাতায় দাঁড়িয়ে,অভিজ্ঞতার মুকুট মাথায়,জীবনের গাছটি আরও শক্তিশালী,নতুন দিনের অপেক্ষায়।

আজও আমি দাঁড়িয়ে আছি জীবনের মাঝপথে,
পেছনে স্মৃতির বন,সামনে স্বপ্নের মাঠ।
৩২টি পা ফেলে এসেছি,
তবু হাঁটার ইচ্ছে ফুরায়নি—
কারণ জন্ম মানে শুধু আসা নয়,
জন্ম মানে প্রতিদিন নিজেকে খুঁজে পাওয়া।