যদি আবার


যেটি আবার,ছোট হয়ে যেতাম--
একে একে সব পাঠশালা পড়তে পারতাম।
আবার আসতাম এ আসাম বিশ্ববিদ্যালয়ে,
যেন মায়ের আঁচল ধরে থাকতাম।
যদি আবার বৈশাখের  ঝড় আসতো,যেতাম মায়ের কাছে; কেঁপে উঠত মায়ের হৃদয়,মা আমাকে জড়িয়ে নিত বুকে।
যদি আবার পেতাম সেই ছোট বেলার আশা,
মা ছাড়া কাউকে দিতাম না ভালোবাসা।