প্রভু রামকৃষ্ণ পরমহংস দেবের ছিলে প্রিয়...
তুমি তারই ছায়া, তোমার প্রতি বানী অতি শ্রেয়।
গুরুর দেওয়া মন্ত্র ছড়িয়ে ছিলে গোটা বিশ্বে,
বলেছিলে ঈশ্বর বানী "জীবে প্রেম করে যেই জন...
                   সেই জন সেবিছে ঈশ্বরে।"
মানে আজ ভুলেছে সকলে,
পুতুল মুর্তি করে পুজো...
                   ঈশ্বর তো ফুটপাত, বৃদ্ধাশ্রমে।


আমেরিকার শিকাগো শহরে, সেকালের জনসভায়...
দাঁড়িয়ে বলেছিলে তুমি "Sisters and brothers of America",
একটা লাইন উচ্চারণে মেতে উঠেছিল হাত তালিতে গোটা সভা।
সেসব আজ ভুলেছে সকলে,
নিজের ভেবে আপন করা তো বহুদূর...
                   স্বার্থপরতা হয়েছে আজকের প্রতিভা।


তোমার বানী বুঝিয়েছে ধর্ম,
এই কাল ভাবছে রক্ত।
আরও কত কি... 
তুমি আর এই কাল! নয়কো সমান।
তবে যাই হোক,
তোমার বানী শিখিয়েছে কর্মই হল আমার ধর্ম...
জাত বিবাদ তো মনুষ্য সৃষ্ট,
ঈশ্বর তো প্রতি জীবে উৎস।


তুমি শ্রেষ্ঠ, হে শ্রেষ্ঠ...
শ্রেষ্ঠ তোমার বানী,
ভালোবাসি তোমায় শ্রদ্ধায় প্রিয় স্বামীজি।।


-------------