রামমোহন রায়ের পথ ধরে তোমার স্থাপন ব্রাহ্ম সমাজ।
তর্কযুদ্ধে ইউরোপীয় মিশনারিদের করে পরাস্ত,
মুছেছিলে ভারতের ধর্ম, সভ্যতা ও সংস্কৃতি বিষয়ে তাদের ছড়ানো কুৎসার...
বির দৃষ্টিতে দাঁড়িয়ে দিয়েছিলে তাদের সমুচিৎ জবাব।


তুমি মনেই বাংলার নবজাগরণ,
তোমার হাত ধরে ভারতে এসেছে স্বাধীনতার কিরণ।
শ্রীরামকৃষ্ণের বিশেষ স্নেহধন্য তুমি হে...
ধর্মপ্রচারে তুমি, দেশ বিদেশে সমূহে।


তুমিই ধর্মসংস্কারক,
তুমিই সেকালের প্রগতিপন্থী শিক্ষিত ভারতবাসীর মনে অভূতপূর্ব আলোড়ন।
তুমিই অমর আজীবন,
তুমিই ইংরেজ বিরোধী স্বাধীন কেশবচন্দ্র সেন।।


----------------------