আচ্ছা,আমাকে কি এখনো
তোমার পড়ে মনে-
নাকি গিয়েছো ভুলে?
দেখো, বোকার মত করছি প্রশ্ন
ভুলে যাওয়াই যে স্বাভাবিক
সংসারের এত সুখের মাঝে!

তবে জানো,সুখের দেখা
সে তো আমার আর হয়নি;
তোমাকে ভুলতে চেয়েও
ভুলতে পারা যায়নি!
তাইতো, তোমারে ভুলিবার তরে
দেখিয়েছি কত ডাক্তার- কবিরাজ
কোন কিছুতেই হয়নি কোন কাজ!

সেদিন ব্যর্থ বলে আমায়
তুমি করেছিলে উপহাস,
সত্যিই তোমায় ভুলতে না পারার
ব্যর্থতা-আমায় করছে শুধু গ্রাস!

তবে,ভাবি -কখনো যদি হয়
হঠাৎ করে ,তোমার সাথে দেখা;
জেনে নেব কাছ থেকে
কি করে ভুলতে হয় 'প্রিয়'
প্রিয় মানুষের কথা!