আমি আছি তাই পৃথিবীটা খুব সুন্দর।
আমি আছি তাই পৃথিবীটা খুব কুৎসিত।
আমি আছি তাই মেঘ হতে বৃষ্টি নামে।
আমি আছি তাই রৌদ্র-খরায় কৃষকেরা মাঠে ঘামে।
আমি আছি তাই গিরি-পর্বত-মাঠে-ঘাটে আছে বৃক্ষ।
আমি আছি তাই ধূ ধূ মরুভূমি, কান্তার-মরু শুষ্ক।
আমি আছি তাই দেশে দেশে বাঁধে যুদ্ধ।
আমি আছি তাই সকলে চিরশান্তিতে আবদ্ধ।
আমি আছি তাই কেউ মরে না খেয়ে।
আমি আছি তাই সকল খাদ্যগুদাম রয়েছে পুরে।
আমি আছি তাই সবকিছু ঠিকঠাক।
আমি আছি তাই সবকিছু এলোমেলো।
আমি আছি তাই রয়েছে সবই আমার মতন করে।
আমি নেই শুধু আমার মাঝে রয়েছি পরের ঘরে।
আমার আমিকে আমি হতে যেদিন মুক্ত করে নেব।
থাকবেনা কিছু কোথাও, সব সাথে করে চলে যাব।