জীবনের অনেক আবদার‌ই রঙ পায়না।তারা বিবর্ণ, ফ্যাকাসে হয়ে ওঠে।তখন মিঠেল আবদার গুলো অন্য রুপে প্রকাশ পায়।সেরকম‌ই ভাবনাকে কেন্দ্র করে লেখা কবিতাটি-----



                --।  আবদার ।--


বিশেষ কিছু নয়, ছোট্ট একটা আবদার
              ছিল, আজ‌ও র‌ইল
অবকাশে আকাশে চেয়ে, মনে পড়ে সেই আবদার
       পূরণ না হলেও, মনকে ভিজিয়েছে
        সবুজ চারা লকলকিয়ে গজিয়েছে


মনের পানিতে সিক্ত হয়ে, নরম বনেছে মাটি
সূর্যের আলোয় গাছের পাতাগুলো হাত বাড়ায়
ক্রমে বাড়তে থাকে; শ্যামল বনানী পতঙ্গদের আকৃষ্ট করে।
                   ভ্রমরেরা দলে দলে আসে


তৈরি আমার বাগান; এসেছে সেই জ্যোৎস্না রাত
হাতে হাত রেখে সাজানো বাগানে ঘুরব সারারাত
অসময়ে চলে গেলে,মিটলনা আবদার
হয়ত প্রজাপতি, ভ্রমর হয়ে আসছ বারেবারে
আবদার পূরণের জন্য আমিও,
        প্রজাপতি, ভ্রমর হব এবার।।


                 * সজীব পাল*