* বাবার বাড়ি *
ভক্তি, বিশ্বাস সাথে গঙ্গা জলের ঘটি
দীর্ঘ পথ ওরা না পড়ে চটি
দিচ্ছে পাড়ি;কেউ সাথে নিয়ে গাড়ি
যাচ্ছে ওরা বাবার বাড়ি।


পথে পথে হচ্ছে প্রসাদ বিতরণ
বাবার ভক্তরা বানিয়েছে তোরণ।
কোলে শিশুকে নিয়ে মা হাঁটছে ঘন্টার পর ঘন্টা
বাবার চরণে ঠাঁই নিয়ে, ঘুচবে অন্তরের গ্লানি
         পবিত্র হবে মনটা।


যাবার পথে কত উন্মাদনা!কত আনন্দ!
চলার পথে মুখে বলে,অনেক অনেক ছন্দ।
শত ঝড়,বাঁধা,বিপত্তি কাঁটিয়ে পৌছায় বাবার বাড়ি
ফেলে আসুক বাবার কাছে,পাপের নিশান কাড়ি কাড়ি।।


                       * সজীব পাল *