* ছেলেবেলা *


হারিয়েছি সেই ছেলেবেলা
স্মৃতি গুলো আজ‌ও মনে পড়ে দুবেলা
বোশেখের শেষে সন্ধ্যাবেলা
লুকিয়ে লুকিয়ে আম পাড়া
শ্যামপুকুর,বাঁশ পুকুর,জোড়া পুকুর
প্রতিদিনি বাঁধা ধরা
ঘন্টার পর ঘন্টা স্নান করা
পুকুরের জলের বাজিয়ে বারোটা
বহু তাড়া ঘরছাড়া
তাল গাছের তাল পাড়া
ঘুঁটে আনতে ঘোষপাড়া
গোবর কুঁড়াতে মাঠপাড়া
লাউ গাছের গোড়ার জন্য,ইঁদুরের মাটি আনা
বল কুঁড়াতে গিয়ে সাপের খোলস পায়ে
জড়িয়ে গিয়ে, প্রচন্ড আঁতকে ওঠা
হাতঘুড়ি, কেনা ঘুড়ি
হাতে দিয়ে মাঞ্জা
বন্ধুদের হারাতে পারিনি লড়ে পাঞ্জা
ছেঁড়া অ্যাঙ্কেলেট পড়ে,কাঁদা মাঠে ফুটবল খেলা
সিদ্দ্বেশ্বরী কালিবাড়ির মাঠে ৩৫ টাকার ট্রফি জেতা
রথ তলায় তেঁতুল পাড়া
বন্ধুদের সাথে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়া
সাদাকালো টেলিভিশনে মুভি দেখতে দেখতে
কেঁদে দেওয়া
আলুবোম ছুঁড়তে গিয়ে,ভদ্রলোকের লুঙ্গির ভিতর  ঢুকে যাওয়া
বলতে গেলে হবে পাতার পর পাতা শেষ
চরম মুহুর্তগুলো এখানেই করলাম শেষ।


                   *সজীব*