₹ ১০০০০


এটা  কোন সংখ্যা  নয়
মাসিক  স্যালারি
এইটুকু পয়সা উপার্জন করতে
দিন-রাত ঝরাতে হয় অনেকটা ক্যালোরি


নয় কোন শক, বাড়তি  আহ্লাদ
জীবন যুদ্ধে হতে  হয় প্রহ্লাদ।


উঁচু দরে   নীচু  কথা
শুনতে হয় দিন-রাত
কম টাকা আয় করি
এটাই কি  অপরাধ?


থামবে থামবে বলে
থামেনা জীবনের চাকা
মাস গেলে আয় করি
দশ হাজার টাকা।


কেউ বলে ভোলা মিস্ত্রি
কেউ ডাকে নেপাল
কেউ আবার আদর করে
স্যান্ডেল গোপাল।


ধিক ধিক ধিক্কার
ভাষণ দিয়ে যারা করে অনেক চিৎকার


একদিন আমাদের প্রতিবাদের মুখ খুলবে
সেইদিন  বুর্জোয়া শ্রেণীর মুখ  ফুলবে।।


                                                    সজীব পাল