* দেবতা *


আজ‌ও দেবতা বলে যাঁকে ডাকি
তাঁর দেখা নাই; করুণ নয়নে চাই
তবে ভক্ত হয়ে কোথায় নিলাম ঠাঁই!
ফোঁটা ফুলে পূজা হবে, পচেও যাবে ফুল
দেবতারে বিশ্বাস করে, ফেলি মাথার চুল।
পড়াই তাঁরে চুড়ি,শাড়ি,নথ, নোলক...
তাঁর‌ই পূজায় জাঁকজমক করে বাজাই ঢোলক


তোমার দেবতা অনাথের মুখে তুলে দেয় ভাত
গরীবের পাশে থেকে বাড়ায় সাহায্যের হাত
                  মানেনা কোন জাতপাত।


আমার দেবতারে বসিয়েছি ঘরে
ডাঁকছি দিনরাত  একাগ্র  ভরে
নিজের উন্নতি হোক, পরিবারকে রাখুক ভালো
তোমার দেবতাই অন্ধকার পৃথিবীর সূর্যের আলো।।


                  *সজীব*