আজকের কবিতা, মনের অভিপ্রায়কে নিয়ে;
শিক্ষা যেখানে শেখায় বিভেদ শূন্য, সরলতা,একে অপরের প্রতি ভালোবাসা,সৌজন্য,উন্নত মানসিকতা,বিনা নিষ্ঠুরতা, অসহায়ের পাশে থাকা..................
কিন্তু সেই শিক্ষা আমাদের কোথাও না কোথাও বিচ্ছিন্ন হচ্ছে। শিক্ষা শেখায় না নিজে শ্রেষ্ঠ হতে,
আর সেই শ্রেষ্ঠত্ব লাভের আশায় উন্নত মানবজাতি সেই প্রকৃত শিক্ষাকে পদদলিত করছে।শিক্ষাকে মারিয়ে তার জীবন্তস্বত্বাকে বিলীন করছে।কবিতার ভাবনা, সেই প্রকৃত শিক্ষা আবার ফিরুক।


                         * এক সূত্র *


শিক্ষা দৌড়ায়, শিক্ষা শুধু বুলি আউড়ায়
রহিম কেন পারলনা! তাঁর পরিবারকে শেখাতে
রামের পরিবার‌ই কেন রামকে ভুল বোঝায়
রাম,রহিমতো এক‌ই স্কুলে পড়েছে
এক‌ই শিক্ষায় শিক্ষিত হয়েছে।
তাহলে, কেন রাম,রহিম অস্ত্র তুলে নেয় হাতে!
এমনকি নিজের দলবলকেও নেয় সাথে।
ছোটবেলায় খেলতে গিয়ে,রামের কেঁটে গেলে
রহিম ছুটে যেত; মাস্টারমশাই কে খবর দিতে
রহিমের টিফিন বক্স থেকে; রাম চুপিচুপি টিফিন খেত।
মাস্টারমশাই এর জলের বোতল ভরতে,দুজনেই কাড়াকাড়ি বাঁধিয়ে দিত।
একটু বড় হয়ে আমিনাকে রামের পছন্দ বলে
সেই খবর রহিম দিত আমিনাকে।
তাহলে, ছোটবেলা গুলি কি রাম, রহিম ভুলে গেছে!
আসতে পারেনা! এমন দিন : রহিমের সাদা টুপিতে রাম গিয়ে, বসন্তের রঙিন রঙে রাঙিয়ে দেবে।
রহিম এসে দূর্গাপূজার ঢাক পেটাবে।
একসাথে দুজন ছুটে যাবে; গিয়ে কোন অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
সেইদিন‌ই বলব শিক্ষা পূর্ণতা পেল।


                  * সজীব পাল *