মনটা চায় উড়তে, তবে কারোর সুতোয় বন্দি না হয়ে। বাস্তব জীবনে আমরা কারোর না কারোর সুতোয় আঁটকে পড়ি। আর ওড়ার স্বপ্ন ঘুড়ির রুপ নেয়।


চলুন ঘুড়ির মনের কষ্টকে কবিতায় রুপ দিই।


                       ৎৎ  ঘুড়ি  ৎৎ


মালিকের লাটাই হাতে, আমি আকাশে উড়ি
চার জায়গা ফুঁটো করে আমারি
         বাঁধে কলকাট্টি।


সুতো দিয়ে বেঁধে, হাওয়ায় ভাসিয়ে দেয়
হাওয়ার স্রোতে ভাসতে থাকি
আমার বন্ধুরাও উঁকি দেয়; এদিক, ওদিক
পড়নে কারোর নীল,লাল,কালো জামা।


আমি মালিকের গোলাম, মালিকের টানে
                 কাছে আসি।
সুতো ছাড়লে দূর আকাশে ভাসি
চক্রান্ত করে লাগিয়ে দেয় ফাঁসি(প্যাচ)।


আকাশে ভাসাও অস্তিত্বের সংগ্রাম
হেরে গেলে ছুটি এ গ্রাম ছেড়ে অন্য গ্রাম।
আমি যেন সুন্দরী রমণী
আমাকে ধরতে ছোটে একদল
      লাগায় যুদ্ধ
হিংসায় হ‌ই শ্লীলতাহানি।


অল্প টাকা দিয়ে কিনলেও
      আমি জানি
ওরা আমায় পেয়ে ফানি
আমাকে সংগ্রামে না লাগিয়ে দিয়ে
করতেতো পারে, আসমানের রাণি!


                    * সজীব*