*হিংসার বাতি*
গরীবের পেটে লাথি
রে আগন্তুক তুই পথ হারিয়েছিস
কে জ্বালাবে?
এবার আঁধারে বাতি।


মানুষ যদি মূর্খ হয়
শিক্ষা হাঁটে পথে
বকলম বানিয়ে
জল ঢালছ ছাতে।


উস্কানি আর যুদ্ধ
পাল্টা যুদ্ধ
অসহযোগের কথা শুধু মুখে
অস্ত্র তাঁদের হাতে
ভয়‌ঙ্কর রোগের থেকে বাঁচলেও
বাঁচছেনা হিংস্র হিংসার দাঁতে।


মানব সম্পদ ধ্বংস হচ্ছে
কেউ নাচছে, কেউ পালিয়ে বাঁচছে
নিউটনের তৃতীয় সূত্রটা
এখানে সত্যি হয়ে হাঁসছে।


যদি তোমরা গান্ধীর বাণী বলেই থাকো
ছাড় তবে;হিংসার আগ্রাসন
ন‌ইলে
মায়ের কোল খালি হবে
বাংলার মেয়ে পড়বে বিধবার বসন।।


*সজীব পাল*