ক্ষত


          এই ক্ষত আজ নয়, বহু দিন হল
   বিখ্যাতরা, কুখ্যাতরা সবাই জড়িত ছিল।


         পরাজয়ের তরে জয়জয়কার ধ্বনি
প্রতিবাদ করলে, নেমে আসে করাল শনি।


          রাক্ষসদের গ্রাসে ক্ষত সীমাহীন
         যে ক্ষত তুমি করেছ, তা ক্ষমাহীন।


             ক্ষতের জ্বালায় জ্বলছ তুমি
         দুঃখ তোমার, তা; যদিও মানি
      তোমার বেদনা, তোমার দুঃখ জানি
আমার কী! আমার আছে সবকিছুই দামি।


তারা বলছে এখন ক্ষত পরেছে, ক‌ই তার চিহ্ন
তুমি বলছ, সে ক্ষত চিরজীবন রবে মনে অক্ষুণ্ন।।