একটা ভাবনা, কবিতার আকারে লিখলাম।
ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন।


                         * কচু  ফুল *


কি জানি ওইদিন হঠাৎ পাশের জ‌ঙ্গলে চোখ পড়ল
সুন্দর দুটো হলুদ সিং চোখ কাড়ল।
সে কি! এই জঙ্গলে হরিণের সিং
কি করে হতে পারে!
যদি তাই হয়;তাহলে ও কি বাঁচবে?
হয়তো এই জঙ্গলে চিতা নেই, হিংস্র জন্তু নেই
তবুও এ বাঁচবেনা।
চিতার চেয়ে বড় জিভ এই মানুষের
চোখ দিয়েই গিলে নেবে এই হরিণটা কে
এই জঙ্গলে, হাঁস, মুরগি ও খরগোশ
কাউকে এরা ছাড়েনি; পারেনি নিরীহ
অবলা, তার মা'র কোলে ফিরে যেতে
ওদের জিভ চায় সবকিছু গিলে খেতে
ক‌ই হরিণটাকেতো দেখছিনা; ওটাকে কি!
ধরে গিলে খেয়েছে?
কি ভাগ্যিস ওটা কচু ফুল ছিল
না হলে; ওই হরিণটাকে ওরা আবার গিলতো।।