বাস্তবতাকে কেন্দ্র করে কবিতাটি লিখলাম; ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন।


                              *মালা*


কত গাছের ফুল ছিঁড়ে গেঁথছ একখানি মালা
           পরাবে প্রিয়জনের গলায়
    কৃত্রিম ভাবে বানানো ছাদনাতলায়
কত রুপ!কত সজ্জা! হার মানাতো এই মালাটি
যদিও পরালে মালাটি অন্যের গলায়
তাহলে কেন করেছিলে মিছেমিছি এই খেলাটি


মালার সুবাসে চারিদিক ভরপুর
প্রেমিকের মনে ক্রন্দন হয়ে ওঠে ট‌ইটম্বুর
আজ বদল হয়েছে মালা অন্যের গলে
কাল যাবে চলে; বাসি মালা ফেলে


বাসি মালাটি পঁচবে, পঁচতেই থাকবে
দুদিন পর তুমি আবার পরবে
নতুন গাছের নতুন ফুলের বানানো মালা
প্রেমিকের মনে চিরতরে তুমি হবে কালা।।


                " সজীব পাল"