সন্ধ্যা মাসি
                       _______________
                           সজীব পাল
           মুখে পুরে পানের হাসি,সদায় খুশি
              রোজ কাজে যায় সন্ধ্যা মাসি।
  খাবার খাক না খাক রোজ দুবেলা চাই পান
        পানের সাথে, সুপারি জর্দা চাবান।
              ঠোঁট জিভ টুকটুকে লাল
          দাঁতগুলির এ কি হয়েছে হাল!
       ছুটির দিনে উঠোন ভর্তি মেহমান
গপ্পের ফুলঝুড়ি, সবার মুখেই জর্দা পান।
        গপ্পের আসরে সকলে আহ্বান
       শর্ত শুধু আনতে হবে জর্দা পান।


     সন্ধ্যা মাসির জীবনে নেমেছে সন্ধ্যা
               বয়স বাড়ছে দিন দিন
             সাধের স‌ঙ্গীদের হারিয়ে
      মাসির জীবন সংসারে পরাধীন।


   আর নেই আমোদ, প্রমোদ পান চাবানো
বাকি জীবনটা পুরনো স্মৃতিকে আউড়ে কাটানো।।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~