|   শপথ   |


                বাবার মুখে অনেক শুনেছি
                   মায়ের স্বপ্ন হয়নি পূরণ
               পড়াশোনায় শুধু ভালোই নয়
         হাতের লেখার ছিল অদ্ভুত সুন্দর ধরণ।


                   সাঁঝের বেলা বাতি ধরিয়ে
            রোজ নিয়ম করে, বসত নিয়ে ব‌ই
                   ব‌ই পড়া ছিল জীবন সঙ্গী
              পছন্দ করতোনা হুল্লোড়, হ‌ইচ‌ই।


        শিক্ষিকার পরীক্ষায় উত্তীর্ণ‌ও হয়েছিল
            নামটা আজ‌ও বাতিল প্যানেলে
        হতেই হবে কাগজে, কলমে শিক্ষিকা
                   চড়েছিল জেদের অনলে।


       হঠাৎ এসে বিভীষিকা কাড়ল জীবন
              আজ আমি শপথ নিলাম
                    পূরণ করব মায়ের
                   অসমাপ্ত ইচ্ছাপূরণ।।


                         * সজীব পাল*