* সরে এসেছি *


না ছিল বিষাক্ত সাপ; না হিংস্র জন্তু
তবুও আমি সরে এসেছি; জানিনা এগিয়েছি না পিছিয়েছি
পথটা ছিলনা দুঞ্জেয়;না ছিলাম আমি ক্লান্ত
এই পথে আসাটাই ছিল আমার ভ্রান্ত
আমি বুঝেছি না পরিস্থিতি আমাকে বুঝিয়েছে
তা আজ‌ও জানিনা; তবে আমি সরে এসেছি
আমার হাঁটার গতি অনেকটা কমে গেছে
অযথা কান্নার জল ফেলেছি মুছে
প্রদীপের আলো নিভিয়ে,নিয়েছি গুঁছিয়ে
চেনা মানুষের ডাক গুলি হচ্ছে অচেনা
ওই পথে যেতে আর মন মানেনা
রুপকথার রাতের আকাশ;এখন শুধুই তারা গোনা
আমি ফিরব সেই কাঁদা পথে
যা আমি অবহেলা করেছি;অবশেষে হয়ত বুঝেছি
রঙিন জামা গুলি হচ্ছে ফ্যাকাসে
রামধনু খুঁজিনা আর আকাশে
শ্রান্ত বাতাস মনে আর দোলেনা
আমিতো অনেকটাই সরে এসেছি।।


                *সজীব পাল*