মোরা দেখিনি ভয়াল
সেই একাত্তর
দেখিনি বয়ে যাওয়া
রক্তিম সেই প্রান্তর
বেয়নেটে বিক্ষত দেহ নিথর।
মোরা শুনিনি ধর্ষিতার
গুমোট চিৎকার
ছেলেহারা মায়ের
বুকফাটা হাহাকার।
দেখ চেয়ে আসছে ধেয়ে
কালিময় সে অধ্যায়
ভ্রষ্ট জাতি ভ্রষ্ট বিবেক
ডুবছে হতাশায়।
অন্ধকারের ঝিল্ পেরিয়ে
আনবে সোনার দ্যুতি
নতুন প্রজন্ম প্রত্যয়ী
ঘুচাতে নষ্ট স্মৃতি।
বুলেট আর গ্রেনেড ছুঁড়ে
থামবে না এই যুদ্ধ
জংধরা যত নষ্ট বিবেক
হচ্ছে আজ বিক্ষুব্ধ।
রাজপথ আজ হবে উত্তাল
জনতার অথৈ সাগর
মানবতার মুক্তি দিতে
চাই আবার একাত্তর!
হয়তো এই যুদ্ধ নিয়ে
হবে না কোন শোকগাঁথা
রক্তধারায় ভরবে না
ইতিহাসের হীরণপাতা।
আধার মর্গ হবে না আর
লাশের গন্ধে ভারী
যুদ্ধদামামা বাজছে দেখ
বজ্র নিনাদ হুংকারী!!