ধুলোউড়ো বিকালের ক্লান্তিতে
পিচঢালা পথের ক্রান্তিতে
চল হারাই অজানায়।
নীড়ে ফেরা পাখির কাকলীতে
আবির ঝরা ঐ গলি পথে
চল পালাই অজানায়
সাদা মেঘের ভেলায় ভেসে
রূপালী চাঁদ যেথা হাসে
চল ছুটে যাই সেই দূরদেশে।
মানবোনা আজ কোন বারণ
ফিরবোনা পিছু আর অকারণ
যদি থাক পাশে।
পাল্টে দেব সব ধরার নিয়ম
ভাঙব জমাট শত অনিয়ম
যদি থাক পাশে।
গড়ব পৃথিবী নতুন আশে
যদি থাক পাশে।
বাড়াও হাত মনে রেখোনা দ্বিধা
চল পথ চলি পেরিয়ে সব বাধা
আর নয় চাওয়া গোপনে
গড়ব আগামী মিলে দুজনে।
আলোকবর্ষ রথে চড়ে
উড়ে যাব আকাশ ফুঁড়ে
গ্রহ থেকে গ্রহান্তরের ভিড়ে
কৃষ্ণ কিংবা সাদা গহবর
হোক না যত ভীতির কোটর
ছুটে যাব এফোঁড়ওফোঁড় করে
খোল পাল তোল নোঙর
হোক না যত অথৈ সাগর
ভাসব দুজন নীল সমুদ্দুরে
যদি থাক পাশে।