কাল মেঘে ঢাকা আকাশ
বৃষ্টি আসবে বলে
সংগে নিয়ে দখিনা বাতাস
বিজলী ঝলক তোলে।
নামবে একটু পরে
যেন মুষলধারে
তপ্ত ধরা হবে শান্ত
বৃষ্টি হবে অবিশ্রান্ত
রুদ্র এ ক্ষন পড়বে ঢাকা
বৃষ্টির অঝোর বানে।
কেন আজ মেঘ হয় না
আমার অগ্নি দগ্ধ এ মনে
কেন বইছেনা দখিন হাওয়া
বিশাতুর অনুক্ষণে!
এক পশলা চাই বৃষ্টি
করতে ভালবাসা সৃষ্টি।
কাল মেঘের পরশ পেয়ে
ময়ূর মেঘে পাখা
মাতম করা নাচের তালে
ঊর্মি ফুঁকে শাঁখা।
স্নিগ্ধ বারির আশির্বাদে
তৃষ্ণা মেটায় চাতক
পূণ্যবারির শুভ্র ছৌঁয়ায়
শুদ্ধ সকল পাতক।