নির্জীব নেই আমি
বৃন্তের এই শাখায়
তোমারি আশায়
অশ্রু নেই চোখে
বুনো নীল কাঁটার
শত আঁচড়ে
গৌধূলী মনে আজ
আলো ছায়ার খেলা
দৃষ্টির সীমানায়
অস্পৃশ্য তুমি
গতিময় পৃথিবীর
সময়ের আড়ালে
তুচ্ছমায়ায় গেছ হারিয়ে।
তোমার স্বপ্ন আঙ্গিনায়
নিরবে আজও শুনি
আমার হাহাকার
স্মৃতির অরণ্যমাঝে
বিস্ময়ে করি
আবার তোমার আবিষ্কার
চিনতে পারবে কি
কভু আসি যদি ফিরে
হবে কেন্দ্র হবো বৃত্ত
আমি তোমায় ঘিরে.......