নষ্ট দেহ নষ্ট তুমি
ছড়িয়ে দিলে বিষ
মত্ত যত কাম লালসায়
সদা অহর্নীশ
সোমরসে পূর্ণ শত
নীল মদীরার ফোয়ার
তণ্বীদেহে দুলছে তোমার
ভরা যৌবন জোয়ার
আকাশ থেকে যতই নামুক
চাঁদের শুভ্র রোশনাই
আধাঁর ঘেরা তোমার মন
ভরবে না কোন জ্যোৎস্নায়
যতই ভাব সেরা তুমি
জলসা ঘরের শান্
শীতনিদ্রাই ঘুমিয়ে থাকা
নিষ্পাপ শয়তান।।
চোখ যে তোমার মায়াপাথর
পুড়ল সবার দিল্
মেডুসার বরে পুষ্ট তুমি
প্রানি হবে শিল্।
মায়াভরা রুপের আভা
যেন উজল চাঁদ
মানুষখেকো ডাইনি হয়ে
পাতলে মৃত্যু  ফাঁদ  
মৌহীন অধরখানি
বিষে ভরা বাগান
এক চুমুকেই কবচ হবে
সব মানুষের জান।
কন্ঠে তোমার লহর তোলে
সাইরেনের সেই সুর
জীবন তরী হারায় দিশা
চলে মৃত্যুপুর।।