দুই সত্তার ঘোর পাপে
স্বর্গচ্যুত সৃষ্টি
তবুও তাদের পরিত্রাণে
দিচ্ছ শুভ দৃষ্টি।
শাপমোচনের সুযোগ করে
নিয়ম দিলে প্রার্থনার
আমার জন্য কোন সে নিয়ম
কোন সে ফল অর্চণার!
শক্তি আমার অফুরন্ত মেধা অণির্বান
গ্রহণের অমানিশায় করছ কেন আমায় ম্লান।
পাপী যারা তাদের তরে
উজাড় করা সুখ
আমার জন্য আছে শুধু
পাহাড়সম দুখ।
তোমার হাতের নিপুণ ছৌঁয়ায়
প্রাণ ফিরে পায় পাথর
একি হাতের কোন সে মায়ায়
ভাগ্য আমার নিথর!
বিধাতা তোমার আশীর্বাদে
পূর্ণ দুই সত্তা
অভিশপ্ত জীবন আমার
আমি তৃতীয় সত্তা।।
তাদের জন্য ফুলের সুবাস
পাখীর কন্ঠে গান
প্রেম লীলায় মত্ত হয়ে
আনে নতুন প্রাণ।
অক্ষমতার আধার আমি
নেই যে কোন দাম
পবিত্রজঞ্জাল হলে
পূজে তখন ধাম।