তুমি যেন কেমন!
ঠিক জলের মতো সহজ সরল ভয়ংকর!


আমি নিসর্গ পৃথিবীতে মানুষের মাঝে তোমারে জলের প্রতিবিম্বে খুঁজে চলি।
হঠাৎ খুঁজে পাই সকালের স্নিগ্ধ আকাশ নীলের প্রতিবিম্বে,
সূর্যের আলোয় যেমন ঝলমল করে জলের ঢেউ।
হঠাৎ করেই আমি খুঁজে নিই তোমাকে দুপুরের বুকে।
প্রখর সূর্যের সঙ্গে বিকেলের সীমান্ত ছুঁয়ে আসা উজ্জ্বল ঠোঁট বিশ্লেষণ করার ন্যায় ছুঁয়ে থাকে পশ্চিমের প্রেয়সী রঙ!


দিন চলে যায়,
পূর্ণিমার উজ্জ্বল নক্ষত্রের মাঝে চাঁদের আলোর ন্যায় শান্ত তুমি,
এক জীবন কেন? এমন সহস্র জীবন এই তোমাকে দেখা যায়।
এক লহমায় যেন চলে যাবে দিন-রাত যুগ!


তোমাকে দেখার পর আমি নিস্তব্ধ আকাশের সঙ্গে পরিচয় মিটিয়েছি।
মেঘের ঘুম বুকে নিয়ে দিগন্ত ভিজানো জল এনে জমিয়েছি।


আমি সহস্র ঝরনার জল গায়ে মেখে দেখতে চাই তোমার প্রতিবিম্বের বুকে কি আমার নিঃসঙ্গ চলাচল থাকে!