বনলতা,তুমি এই জীবনে ,
থাকলে ভালো আর
না থাকলে আরো ভালো ।
তোমাকে আমার প্রিয়া ভাবি না ,
কতো মেয়েই তো,
আসলো আর গেলো ।


বনলতা আমি তোমার জন্য ,
হাজার বছর পথ হাঁটি নি ,
আমি বড্ড অলস ।
আমাকে তুমি টোকা দিও না ,
আমি বোমা ,ফেটে যাব,
আমি নই মাটির কলস ।


বনলতা , সত্যি বলতে ,
তোমার ন্যাকামো অভিনয়,
আমি হারে হারে বুঝি ।
তুমি কি ভাবো ,
তোমার মাঝে কবিরাজের মতো ,
আমি লতাপাতা শুধু খুঁজি ।


তুমি নও বন , নও লতা ,
তবুও নিজেকে কি যে ভাবো ,
স্বয়ং বিধাতাই তা জানে ।
হয়ত শুনে অবাক হবে ,
তোমার থেকে অলোকসুন্দরীও ,
আমাকে কাছে টানে ।


বনলতা তোমার বেহুদা ভাব ,
তুমি দূরে কোথাও ,
অন্যকে পারলে দেখাও ।
আমি চাই না কাবিননামায় ,
নিজের নামের পাশে ,
আমার নামটি লেখাও ।


আমি নই জীবনানন্দ ,
যে বেলা শেষে পাখির মতো ,
তোমার কাছেই ফিরে আসব ।
আমি আছি আমার মতো ,
মন চাইলে দূরে যাব ,
মন চাইলে ভালোবাসব ।


-মাতাল কবি