এখানে শীতল ঘুম নেমে আসে ;
নক্ষত্র-কবর থেকে সিঁড়ি ভেঙ্গে
মুছে দেয় স্মৃতিকণা
আকাঙ্খারা খোঁজে শান্তির দীঘল সীমানা।
এই তিক্ত পৃথিবীতে তবুও ঘুম নামে
জনমানবহীন স্ট্রিটল্যাম্পে আলোকিত
পথের জটিলতা বেয়ে সে আসে
যন্ত্রণায় ক্লান্ত বুকে
বাগানে আর গাছের ফুলে-ফলে
আর বস্ত্রহীন ক্ষুধার্ত পথশিশুর চোখেও
যেসব ফুলেল স্বপ্ন আজ বিষণ্ণতায় ভরাক্রান্ত
তারাও গভীর আশ্বাসে গোলাপি চোখ
দিয়ে দেখে দূর দিগন্ত
তারপরও সবকিছু পেছনে ফেলে মনের অলিন্দে
তারা ভেসে চলে স্মৃতি হয়ে
মিঠেল হাসিতে ......


২৩/৭/২০১৪
রথী মিতু