অনেক তো হল, থামোনা একটু এবার
সকালেরে সেই পুরনো নিয়মে
এক কাপ চা,ব্যস্ত দিন, ক্লান্ত বিকেল
আর সবশেষে দীর্ঘশ্বাস নিয়ে ঘরে ফেরা ,
থাকুক না কিছুটা সময় পরে পথের ধারে
আর এই যান্ত্রিক জীবনের সমীকরণ ।
চল, হাতে হাত রেখে
ফেরা যাক ভাঙ্গা বিকেলের কাছে ,
আর দুজনে প্রকৃতিকে সাক্ষী রেখে
মনটাকে বেধে ফেলি সাতপাকে।
রোদে ভিজে একাকার হবো দুজনা
আর মেঘের কাছ থেকে চেয়ে নেব
এক ফালি সুখ ।


যেও না তুমি...
কাটুকনা আরও কিছুটা সময়
যা নিয়ে এসেছিলাম হাতের কাঁকনজোড়া
বন্ধক রেখে, ঘড়ির কাছে
পার হোক না তোমাতে মিশে
আরও কিছু অগোছালো দিনরাত।
যখন সময় ফুরিয়ে যাবে
তখন নাহয় গোলাকার পৃথিবীর মাঝখানে
জমে থাকা কিছুটা অভিমান নিয়েই ফিরব,
আবার সেই ব্যস্ত তুমিতে
আমার তুমিকে হারিয়ে ফেলে
অসহ্য দিন আর রাতগুলো কাটাতে......।


রিথী মিতু
৭/৮/২০১৪