কিন্তু দেখ নিতান্তই স্বার্থপরের মত নিজের স্বপ্ন
পূরণের আশায় ছিন্ন করে দিয়েছি তোকে নিজের দেহ
থেকে সদ্য প্রস্ফুটিত হওয়া তোর প্রাণটিকে সুন্দর
পৃথিবীর বদলে উপহার দিয়েছি মৃত্যু


বড় অসময়ে এসেছিলি তুই- আমার মাঝে, বিশ্বাস
কর, সেদিন সত্যি কিছু করার ছিল না আমার সমাজ,
সভ্যতা , আর পরম্পরার বেড়াজালে বন্দী ছিলাম
আমি তবুও মা হওয়ার অহংকারে পূর্ণ হয়েছিলাম,
ক্ষণিকের জন্য জেনেও, তোকে ধারণ করার সুখ
অনুভব করেছিলাম


তাই বুঝি জরায়ুটার এত ক্ষোভ আমার ওপর আজ
জরায়ুটা তোর অভাব বোধ করছে রন্ধ্রে রন্ধ্রে
অভাববোধের উন্মাদনায় সে অট্টহাসিতে হাসছে সে
জানে ক্যান্সার তাকে ক্রমশ খতবিক্ষত করবে কোন
প্রতিষেধক তাকে সারানোর আগেই


হটাৎ জরায়ুটা চেয়ে দেখে ওর আকাশটাও বদ্ধ
ডোবার শেওলার মত সবুজ হয়ে আসছে অন্তিম
মুহূর্তে এবার শেষ প্রচেষ্টা অক্সিজেনের কিন্তু শেষ
আশা,স্বপ্ন আর নিশ্বাসটুকু ফেলবার আগেই মৃত্যুর
নিকষ কালো ঘন অধার ছেয়ে ফেললো
জরায়ুকে......।