খুব ইচ্ছে ছিল তোমার নিস্বনে জুড়াবে মোর প্রাণ,
তোমার জন্য অপেক্ষা ছিল গুনেছিলাম প্রহর।
বুজিনি আমার আমিতেই তোমার চাপা অভিমান,
নিমেষেই উড়িয়ে সময়কে করলে হাস্যকর।


আমি তোমাকে স্পর্শ করতে পারছি না,
পারছিনা শুনতেও তোমার কন্ঠসর।
বান্ধবহীন আমার হৃদপিন্ড জুড়ে ধ্বংশস্তুপ,
বুঝিনি সময়টাই কি ছিল সার্থপর।


কোলাহলপূর্ণ এই নগরে অসার দেহটি,
কার আয়োজনে বিয়োজনে ঠায় দাঁড়িয়ে আছে।
হৃদ মাঝারে তোমার হর্স্ব ধ্বনি,
তান্ময়্চিত্তে তোমারি যে ছবি আকছে।