আজকাল প্রায়ই তর্ক বাধে সুখের সাথে
ওর অভিযোগ,
কেন শোধ করিনি আমি, ওর দেনা আজো
কিন্তু কিই বা করার আছে আমার
আমি যে বরাবরই শুন্য ছিলাম।
বনেদী ধারায় জীবন সাজাতে নয়,
নয় পরকীয়ায় বিভোর হতে
শুধুমাত্র মুগ্ধ পথিক হয়েই হেটে গেছি অনেকটা পথ
কাব্যভাবে জড়ানো এই কবিতার পথে
তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজেছি সুপ্রতিভ শব্দগুচ্ছ।
ধরম,মানবতা আর রক্ষণশীলতার নিগড়ে বাধা
এই পরাধীন শহরকে স্বাধীন করতে চেয়েছি
নিপাট সময়ে কাব্যের শিল্পিত প্রচ্ছদে
এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এঁকে।


বুঝতেই পারিনি কখন যে কড়িশুন্য এই জীবন
অচল বিবেচিত হয়ে গেছে পৃথিবীর কাছে,
হয়তো অনিচ্ছাতেই অথবা স্বপ্নাবিষ্ট দায়বদ্ধতায়
হেটে যাব আরও কিছুটা পথ
স্থবির জীবনের এই খোলস বয়ে
কিন্তু সুখ--
আদৌ বুঝি শোধ হবে না তোমার দেনা
তুমি নাহয় এবারের মত ফিরেই যাও
যেদিন মৃত্যুর পর, এই মৃত্যুহীনতার উন্মক্ত
রাস্তা ধরে আবার হেটে আসব
সেদিন শোধ করে দেব সব দেনা
শিশিরের কান্না,বাতাসের হৃৎপিণ্ড আর
আকাশের নিস্তব্ধ হাহাকার দিয়ে...


__মৃত্তিকা