একটা নদী ছিল খড়স্রোতা,
তোমার হৃদয়ে ছিল গভীরতা।
আমার স্বপ্নে ছিলে তুমি আর তুমি...


একটা আকাশ ছিল শূণ্য বিশাল,
জমেছে আনুরাগ জমছে প্রবাল।
আমার-গহীনে ছিলে তুমি আর তুমি...


একটা সমুদ্র ছিল অসীম নীল,
বুঝেছি বুঝিনি খুজেছি আনাবিল।
মেঘে মেঘে লুকুচুরি তুমি আর তুমি...


একটা হৃদয় ছিল বাধন হারা,
স্রোতস্বীনী তোমার পাইনি সাড়া।
তবু রবে হৃদয়ে তুমি আর তুমি...


একটা হৃদয় চাইলে পেতে,
একটা জীবন তাহার সাথে।
সুখে দুঃখে মৌনতায় থাকতে যদি পাশে...


একটা দীর্ঘশ্বাস আজো তোমার,
দুফোটা অশ্রুজল নিরবতার।
হৃদয়চিড়ে দেখে যেও আজো, তোমার ছবি হাঁসে...