এক মাঝ বয়েসী মেঘ এসে
ঝুপ করে ভিজিয়ে দিলো আমায় এক পশলা বৃষ্টিতে!
আমি তখন আপন মনে পদাবলীরও সুরে মুগ্ধ।
হঠাৎ হাওয়া জলে হকচকিয়ে বললাম-
আমায় তুমি কেন ভেজালে?
মৃদু হেসে আরো কিছু বিন্দু ঝরাল,
আমার মনে তখন রামধনুর রঙ এলোকেশে হেসে হচ্ছে লুটোপুটি।
বর্ষার সেই মেঘ কোথায় গেলো?
গায়ে আমার লেগে থাকা বৃষ্টি কণা বলে ওঠে,
তোমার গায়ে জড়িয়ে আছি এইতো আমি।