এই দেশে আর থাকবো নাকো ,
থাকবো কি আর নিয়ে ।
প্রেম কিনা বুঝার আগেই ,
হয় প্রেমিকার বিয়ে ।


মা বাবারা প্রেম বুঝে না ,
বুঝে শুধু টাকা ।
জামাইবাবু লাটসাহেব ,
হোক না মাথা ফাঁকা ।


মেয়ে গুলোও কেমন জানি ,
প্রেমিককে যায় ভুলে ।
বাবা মায়ের কথা মতো ,
গাধার গলায় ঝুলে ।


এই দেশে আর থাকবো নাকো ,
থাকবোই আমি কেন ?
প্রেমিকার বিয়ে,প্রেমিকার ভাব ,
কিছুই হয়নি যেন ।


বিয়ের আগে প্রেমিকার ভাই ,
কতো ভাইয়া ভাইয়া করতো ।
আমার পকেটের টাকাগুলো ,
নিজের পকেটে ভরতো ।


বিয়ের পর সেই শালামশাই ,
চেনেই না যেন আমায় ।
হেসে বলে দুলাভাই আমার ,
হাজার টাকা কামায় ।


আমি ভাবি শালার বেটা ,
যদি ভাগ্য থাকতো আমার ।
তোকে দিয়ে চাষ করাতাম ,
হাঁস মুরগীর খামার ।


প্রেমিকার বাবা বিজনেসম্যান ,
শুধু দেখায় টাকার গরম ।
বামন বলে চাঁদ দেখিয়ে ,
দিতো আমায় শরম ।


প্রেমিকার বাবা প্রশ্ন করে ,
কিবা তোমার আছে ।
তুমি হলে তেলাপোকা ,
আমার মেয়ের কাছে ।


তবুও আমি স্বপ্ন দেখতাম ,
আমার প্রেমিকাকে নিয়ে ।
সেই প্রেমিকা আমায় ভুলে ,
করে নিল বিয়ে ।


এই দেশে আর থাকবো নাকো ,
কি নিয়ে আর থাকবো ।
প্রেমিকার বিয়ে হয়েই গেল ,
দুঃখ কোথায় রাখবো ।


- মাতাল কবি