জানি আপনার অসন্তোষের প্রভব
            আমার সমীপ্যের ছায়া,
অবজ্ঞার দাবাগ্নি তে দাহ্য করো_
           নিষ্পাপ মর্মঘাতী মায়া।


অন্তর্দহে অগ্নুৎপাত
বিনিদ্র নয়না সুপ্তির প্রতীক্ষায়,
পরার্থ-পরতা বিবশ এ মন
প্রত্যাশার জীবাণুতে অবক্ষয়।


প্রত্যঙ্গ ছেনে মেঘ পুঞ্জ দিলাম
         তা থেকে বৃষ্টি নামিও
বিরহ কে ঘৃণার দাবানলে জ্বালিয়ে
               সুপ্রভাত অনিও...


মুখচেনা জনতার ভিড়ে হারিয়ে
       ভাসিও সুখের তরী,
   গুড় মমতার শিরশ্ছেদ-এ
গেও জয় গান প্রিয়জনের ভাত ধরি।