কি অদ্ভুত সেই সন্ধ্যা যাঁরকোল ছোঁয়া
শালিক পাখির ডাকে আসন্ন রাত
তুমি এলে,এলে জমকালো আঁধারে --
মিশে গেলে ক্লেশের গ্লানিতে লাগিয়ে আঘাত।


কৌশলে লোহায় লোহা কাটে
সাজানো কাঁচ হয় সহস্র ভাগ ,
না দেখার শপথ,কলেবর ডাস্টবিন--
খণ্ডিত অভিমান,মুছে যায় যত রাগ।


তোমার নিষ্ঠাতে ছড়ানো বিষ্ঠা
প্রকল্প হেরে যায় বার বার জিতে
প্রাণ হীন হাসি বেশ লাগে ঠোঁটে
ছুটে চলি দান এ পাওয়া কাশবনটিতে।