তোমার কথা ভেবে ভেবে নিদ্রা হলো সারা
জানলা খুলে তাকিয়ে দেখি ঘুমিয়ে আছে পাড়া
কেমন করে কোন আষাঢ়ে হলেম তুমি ছাড়া?
আমার চোখের অগ্নি কোণে জল নামালো কারা?
রাতের আকাশ নিজের ভেবে জ্বলছে অমোঘ তারা
মনের প্রবোধ মনেই রেখে মনের কাছেই হারা?
এমন বিষাদ মধ্যরাতে বাতাস পেলো সাড়া
একা ঘরের অন্তরালের ঝড়কে করে তাড়া
এমন অবাক কান্নাকপাট কে দিয়ে যায় নাড়া?
ঝাপসা চোখে তাকিয়ে দেখি ঘুমিয়ে আছে পাড়া