অলীক কল্পে আমি...
বারেবার স্রোতের খেলায় ,
ভেবেছিলাম তুমি সাতরঙার আলোয় !
আলো হয়ে আসবে আমারি শূন্যপটে ।
না সেতো বিফল চিন্তনে ,
তুমি শুধু আলেয়ারই আলোয়...
বৃথা আমারি সকল কল্পনা স্রোতায় ।
তুমি আমার দুঃখ হয়েই থাক...
নাই বা হোক শুরু, ক্ষতি কি !
কৃত্রিম ভাবে কি সম্ভব তোমায় পাওয়া ?
না তাও বুঝি সম্ভব নয় হায় !
তুমি আমার কবিতা আর দুঃখ হয়েই থাক ।
তোমার মনের অগোচরে যদি ,
কোনদিন ধরে আমারি অকোপট !
সেদিন হয়ত অনেক অলীক স্রোতে ,
ভেসে যাব তোমারই গ্রহে !
বৃথা সে আশা , বৃথা সে সময়ে…
তোমারই স্বপ্নের মাঝে কোথাও...
আমি তো নেই এপার ওপারে !
কেন তবুও তোমারি পানে বারেবারে...
বেহায়া মনে তোমারি সরোবরে....
শুধুই কি কষ্টই পেতে সেথায় !
জলহীন মরুভূমির বুকে ধুকে ধুকে....
একফোটা বারির আশায় হায় !
তুমিই কি আমার দুঃখ ?
আমারি কবিতা হয়েই সবদিন থাকো !
আমার বলার কিছুই নেই ,
হে প্রথম দেখার সেই প্রিয় মানুষ ।
শেষ দিন পর্যন্ত তুমি তাই হয়েই থাকো..…
আমার বলার কিছুই নেই !
কোথা হতে যে আমার ভিতর
কি যেন কি হয়ে গেল হায় ,
চেয়ে চেয়ে তব মুখ পানে....
আমার আর কি বা করার !
নিয়তী কি আমার বন্দী....
অবুঝের মত কতো খানি হেটেছি যে ,,,,
সে পথে !
ফিরে ত আসিতে নাহি পারি !
ক্ষমা করে দিও হে প্রিয় ।
আমার কৃত্রিম কথার মালা গুলি ,
ধরে কি হে প্রিয় তোমার মনের অন্তস্তলে !
তুমিই কি আমার দুঃখ ?
নাকি আমার কবিতা !
এই করুনো আখিঁতে যে ,
কতো মেঘ জমে আছে..…
তুমি কি তা জান ? জান না তো !
অঝোরে ঝরবে এক অলস সময়ের পরে !
বালিকা তুমি আমার কবিতা হয়েই থাকো ....!


১২/০১/২০১৯
রাতের প্রহরে সৃষ্টি ।