প্রাইশ এক পক্ষান্তরে,
মনের কোনে অবান্তরে,
রাতের তৃতীয় প্রহরে,
আশ্চর্য এক মুখ দেখি স্বপ্নের ভিতরে,
থেকে থেকে জেগে উঠি আমি,
মনে হয় কে ছিল সে স্বপ্নের, ওপারে !
কে ছিল সে, ভাবি নিরন্তর !
বাস্তবে কোন মিল খুজে পাইনা তার,,,
নিষ্পলক ভাবে চেয়ে চেয়ে ,
শুধু ওই মুখপানে !
মাঝে মাঝে মিলানোর চেষ্টায়,বাস্তবে !
খুব ইচ্ছা সেই মুখের সাথে,
পাশাপাশি বসে, ওই নীল....
সমুদ্রের পাড়ে, দুজনে !
মিছে আশার জালে,
হে রহস্যের নারী !