এসেছিলে যখন ক্ষণিকের তরে....
অজানা এক ভালো লাগায় নিজেকে
নিয়েছিলাম  ভরে !
উচ্ছ্বাসে এক হাসি হেসেছিলাম অলক্ষ্যে ,
এ মনের অকপটে নিয়েছিলাম
তোমায় একে ।
ওই রোদেলা আকাশে উচ্ছ্বাসিত মন ,
এক মান ভাঙা হাস্যজ্জলিত ক্ষণ !
সেই যে ভালো লাগার এক অপার স্মৃতি....
এ চিত্তে একটু একটু করে করেছে বসতি !
এখন শুধু ভাবনাতে তুমি আর তুমি ,
ভাবনাতে যে আরো কতকিছু  নিত্য আসা যাওয়া ।
প্রতিনিয়ত নিজেরি ভিতর কত বহুরূপি.....
মিলেমিশে তুমি আছো.... চুপি চুপি ।
আজ অনেক টা সময়ের পরেও...
সবারি অগোচরে আর অলক্ষ্যে ,
ক্রন্দনে ক্রন্দনে সিক্ত হয়েছে এ মন !
আমারি আশে পাশের সবকিছু যেমন...
আকাশ বাতাস নদী মৃত্তিকা তেমন ,
তাড়া করে আমায় -
কি জন্য ?
বার বার ভাবি বুঝি বসে সেথায়...
শুধু একটি বার স্পর্শ করতে তোমায় ।
বিদায়ের বেলা বুঝি ওই বয়ে যায়....
কোনদিনও জানি হবে না তুমি আমায় !
অপলক ভাবে চেয়েছি যে কতবার
তোমারি ওই মুখপানে,
জানি বুঝবেনা তা কোন ক্ষণে !
চলেই তো যাবে...
কিন্তু কি দিয়ে গেলে ,
শুধুই কি স্মৃতি !
আর কিই বা গেলে নিয়ে !
তা কি কখনো দেখেছ ভেবে ?
না তা বুঝি কখনোই দেখনি ভেবে !
তোমারি শুভাকাঙ্ক্ষী হয়ে সবদিন....
রইব পাশে জেনে রেখো অমলিন ।
স্মৃতিতে তুমি থেকো , যদি না থাকো !
বেঁচে থাকাটাই বুঝি অতিব -
এক যন্ত্রনাকাতরোতায়......
চলে যাওয়ার যে ,  চলেই যাবে....
শিকল বেঁধে তাকে কি করে পাবে....
বলো কি করে পাবে !


১৮/০১/২০১৯