নিঃশব্দে এক অলক্ষ্যের আড়ালে...
পড়েছে মনে সতত বারে বার ।
সেদিন ছিল না চৈত্র মাস ,
ছিল শরৎ এর সময় বিশেষ...
সে সময় টা ভালোই ছিল বেশ....
নিশ্চুপ অপমৃয়মানে ছিলেম ক্লেশ ,,,
একরাশ কৌতূহল নিয়ে হয়েছি শেষ !
অদম্য ভাবে কত যে জানার ইচ্ছা খানি....
দেখেছি যে কতকিছু তোমার আঁখিতে ,,,
কতকিছু যে বুনেছিলেম আমি অলীক সুখে !
কল্পনার মায়াজালে জড়ানো স্বপন মেঘমালা,,,
গভীরো প্রনয়ে বিশ্বাসের তুলি খানি আজ...
চৈত্রতে তো আমার সবটাই পুড়ে পুড়ে  শেষ ।
আজি বসন্তের এই সময়ে অদম্য ইচ্ছা খানি ,
কৌতুহলে কৌতুহলে অলস রবির অস্ত রাগে...
দমকা পবনের মত তাহা উড়িয়াছে ধুলো ।
ধুলো তো নয় সে আমারি ইচ্ছেগুলো....
ফ্যাকাশে হয়ে মিশিয়াছে বাতাসে বাতাসে !
অতল তলের গহ্বরে নিমজ্জিত হতে থাকে.....
অতঃপর অমোঘ কল্পস্রোতে শুধুই ভেসে চলা.... ।
  কিসের সর্বনাশ ?
  সর্বনাশ তো হয় নি সেখানে ....
       বাড়িয়ে বাড়িয়ে শুধু বলা  -



" প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। "
                  —–রবীন্দ্রনাথ ঠাকুর ।


সময়কাল
১৮, ১৯ চৈত্র
১৪২৫ ।