কে হে তুমি মেঘবালিকা,
ওই আকাশ পানে আছো চেয়ে !
দিগন্তের ওই শূন্যতায় অস্তে...
ওই নীল মেঘ হাতছানি দেয়,
এই বুঝি নিয়ে যায় তোমায়....
ভাবছ দাড়িয়ে তুমি,ওথায় !
আমি (কবিতা প্রেমিক) ভাবি সত্যি কি,
নিয়ে যায় তোমায়,
না ওই মেঘেদের সেই দুঃসাহস,
বুঝি নেই !
হে মেঘবালিকা একটি বার,
পিছনে ফিরে দেখ যদি,
তোমারি সম্মুখে আমি....
তোমাকে ধরতে আসিনি আমি,
এসেছি নিজেকে ধরা দিতে !
কি জানাতে এসেছি....
এটাই বুঝি ভাবছ মিছে...মেঘবালিকা !
মেঘের খোলা চিঠি, যদি দেখে সবাই ,
এ চিত্তের খোলা কথার মালা গুলো,
যা গুছিয়েছি অনেকটা দিন ধরে,
তা কেনো তুমি দেখ না সহজেই...
হে মেঘবালিকা,
তোমার জন্য শূন্যে জমিয়েছি পাড়ি...
মেঘেদের সাথে মিশেছি আনমনে,
মেঘেদের ভিড়ে কেন জান ?
এই ভেবে যে, ওই নীল মেঘেদের,
কথার মালা যদি বোঝ !
এ তৃষ্ণার্ত চিত্তের কথা বুঝিবে,
তুমি তা অতি সহজেই,,,,
শূন্যতা আজ আমার হাতের মুঠোই....
আকড়ে ধরি আকাশটাকে,কিভাবে ?
আমিও যে উড়তে পারি হেথায় !
হঠাৎ দেখি মেঘবালিকা উধাও.…
সত্যি কি চলে গেল মেঘবালিকা,
মেঘের দেশে !
পাইনাকো খুজে কোথাও তোমাও,
ব্যাকুল চিত্তে শুধু করুনো আঁখি !
এ প্রানে মনে শুধু তোমারি প্রতিচ্ছবি ।
কোথায় তুমি হে মেঘবালিকা,
কোথায় তুমি হে মেঘবালিকা !
আবারও কি তবে আমি একা ?
নাকি সবকিছুই স্বপ্ন ছিলো !
ভাবি বসে বসে....
জানালার পাশে বসে আকাশের,
পানে চেয়ে.......
কোথায় মেঘবালিকা !
রাতের আাকাশেও কি,
পাওয়া যাবে তাকে....
না শেষে,
বিয়োগে বেজেছে করুন সুর !


২২/১২/২০১৮