সৃষ্টির শুরুতেও জন্মেছিলাম,
কোথা থেকে এসেছিলাম,
জানি না তো সে প্রাচীন লগ্ন ।
জন্মেছি আমি এই লগ্নেও,
পুড়েছি অশান্তির দহনে।
ক্রমে ক্রমে বাড়িয়াছে এ দেহমনে,
জলাঞ্জলি দিয়েছি সপে !
কভু বাধিয়াছি শান্তির নীড়,
ঝড় এসে ভাঙ্গিয়াছে মোর....
রেখে যায় নি কোন তীর ।
ছুটেছি আমি আবারও,
বিহঙ্গের মতই , অবকাশে....
ভেঙে যায় মোর ডানা দুখানি,
তারপরও ছুটে চলি নিরন্তর....
এ দেহে প্রান আছে যতক্ষণ....!
ছুটে যাই আমি ততক্ষনই,
ছুটতে হবে যতটা পথ....!
গতিশীল ভাবে আবারও,
চলছে বিরতীহীন - -
জীবন সেতো কতো বহা,
স্রোতের তালে ততই সহা !
খুজে পাই না মোর,
আপন ঠিকানা.....!
অতপর ভেবে দেখি,
এ জীবন অপ্রাপ্তিতেই,
ভরপুর !
যা পাই নি কখনো,মিছে আশা,
ব্যর্থতার জালে তা নিরাশা !
সোহাগ মেলেনা একটু খানি....
মিছে আশায় কেন তা টানি,
তবুও খুজে ফিরি বারেবারে,
ভিখারী সেজে সুখের দ্বারে দ্বারে....
একটু খানি তা খনিকের তরে.....!