হতে চেয়েছি তোমারি চোখের কাজল
দাও নি বুঝি সেখানে ঠাঁই ,
হতে চেয়েছি তোমারি শাড়ির আঁচল
না সেখানেও আমি পাই নি ঠাঁই ।
তাহলে কি হতে পারি তোমার হাতের কাকন ,
তুমি বলেছিলে আমি তো কাকন পরি না ।
বালিকা তোমার কানের দুল কি হতে পারি,,
না সেখান থেকেও ছিটকেছি আমি হায়....
তবে আর কি হতে পারি আমি তোমার ?
তোমারি পায়ের নূপুরধ্বনিতে নূপুর ,
তুমি বলেছিলে আমি নূপুরও পরি না ।
বড় আশা নিয়ে কতকিছু হতে চেয়েছি তোমার ,
আমি বুঝি হে প্রিয় , তোমার যোগ্যই নই..….
তা না হলে কিছু তো করে রাখতে আমায় ,
হে প্রিয় বড্ড ভালোবেসেছি তোমায় ,
আমায় তুমি ফেলনা ভেবে ফেলো দিয়ো না ।
সপ্ত রঙে রাঙানো এক ছবি একেছি ,
অনুভূতির এ মনের ক্যানভাসে....
তাতে শুধুই তুমি মিলেমিশে বসেছো !
তোমার মায়াবি চোখের পানে ,
আমি আজ তাকাতে বড্ড ভয় পাই !
জানিনা কোন ভুল পথে বাড়িয়েছি পা...
ভাবি বসে আমি বারেবার ।
চাতক দেখেছো কি কখনো ?
আমি এখন চাতকের ন্যায়....
চেয়ে আছি তোমার মুখ পানে !
মন খারাপের এই সময়ে.…
আমি আজ বড় একেলা !!!


রচনাকাল
২৯,৩০ জানুয়ারি ২০১৯