শেষ বিদায়ের এই সময়ে...
চিরাচরিত অতি অবলোকনে,
অতি অতিবাহিত সময়ের পরে,
আজ আমারি সম্মুক্ষ হতে....
তোমারি চলে যাওয়ার সময়ে ,
আজ বুঝি এসেছে সম্মুখে ।
অপূর্ণতাই রইল ইচ্ছা খানি...
আর কি করে লিখব তোমায় নিয়ে,
মুছে যাবে কি আজ সব স্মৃতি খানি....
নাই বা পেলাম তোমার ওই পরশখানি !
হারল বুঝি আজ স্বপ্নবুকি ,
কাটবে কি কখনো তোমার মায়ার ঝুলি ।
উঠবে কি কখনো আর....
মনের দোলায় ভাসমানতার !
বিদায় বেলা বুঝি ওই বয়ে যায়,
আর কতক্ষণ.....!
কি করে তোমায় আটকে রাখি,
কোন কি অধিকার আছে আমার....
ক্ষনিকের তরেও সে অধিকার...
কোনদিনও দাও নি আমায় !
যাবে তো যাবেই যাও চলে....
কিই বা করতে পারি আমি হায় ।
কোন অধিকারই নেই আমার ,
তোমায় আপন বক্ষ মাঝে ধরে রাখবার...
তুমি মনে রাখিও হে প্রিয়তম...
ক্ষনিকের তরে হলেও যে তা কত ,
গভীর ছিল যা আমি বহন করেছি....
তুমি তো তা কোনদিন দেখইনি আঁখি মেলে !
কত যে কাছে যেতে চেয়েছি তোমার ।
বাঁচিব না আমি শতাব্দী কাল ,
এই ক্ষনিকের তরে অম্লানবদনে .....
কত বার যে চেয়েছি তোমার ,
ওই মুখ পানে হায় ।
অনেক টা দিন পর যদি মনে পড়ে আমায়,
আপন অন্তরে তোমার ওই অকপটে ।
তুমি আয়নায় গিয়ে দাড়ি ও....
কি দেখিবে আপন অন্তরে !
আজ কি মনে পড়ে আমায়...
ঝড় উঠবে কি কখনো তোমার,
হে প্রিয় আপন অন্তরে মৌন মাঝে !
তুমিই ভালো জানিবে হে প্রিয় !
এ আপন খেলাঘরের বাইরে কেহ নয়....
অন্য কোন ভুবনে তুমি নিশ্চয় ।
বিদায় বেলা বুঝি ওই বয়ে যায়....
তোমার হতে কি পেয়েছি বা কিই নিয়েছি,
তা আমি কখনো মিলাবো না মিছে ।
সুখ ক্ষনে তুমি কোনদিনও....
ডাকো নি কাছে !
এ নিরন্তর সংশয়ে বেদনায় ,
বেলা প্রতি মুহূর্তে যে কেটে যায় ।
একা একাই ছিলাম তো বেশ...
কিছুপরে কি আবির্ভূত মূর্তিতে তুমি.....
এসেছিলে এ আপন সন্নিকটে !
আর কতদিন.....
বিদায় বেলা বুঝি ওই বয়ে যায়....
তোমার হতে কখনো কিছুই,
নেই নি বা নিতেও পারব না !
কত গুলো দিন ছিলে তুমি....
আজ বুঝি তা অাঁখির অগোচরে ,
এক দীর্ঘশ্বাসে নিলাম না হয়...
অশ্রু ভেজা সিক্ত নয়নে !
আজ মেঘাচ্ছন্ন আমার আকাশ,
বিষাদমাখা বড্ড বেমানান !
প্রিয় জনের বিয়োগে আজ ,
আমার
আকাশ ভেঙে চুরে চুরমার ....!


রচনাকাল -
২৩, ২৪  
জানুয়ারি ।