শুধু মনে রেখো এ কথাটি আজো
কত্ত ভালোবেসে ছিলেম তোমায় জানো ?
অজ্ঞাত তুমি তাই আজও হে রহস্যের নারী !
দোষী করছি না তোমাকে অম্বিকারানি ,
শুধু প্রতিনিয়ত নিজেকে করেছি ম্লান !
এ পৃথিবীর প্রতিটা কোনে দূরে বহুদূরে
আছো তুমি আষ্টেপৃষ্ঠে অজান্তে নিভৃতে ।


অনেকটা কাল পরে যদি হয় তব দেখা
আটকে যায় তব আমারি হৃদস্পন্দনতা !
কতবার যেনু পরখের তুলি আলতোছোয়ায়
ক্ষণিকতা সে ভাবনা মোরি বিফল চিন্তনতা ।
চাহনিরহস্যের চাতুরি তুমি কোন কাননফুল ,
আর কতকাল রাখিছো মোরে তব ভাবনায়
ঝর্ণার মতো চঞ্চলানিবৃত অশ্রুধারার মেলা ,
আমারি আঁখিকোনে ছুটে চলা অনুরাগেরা !


করে মিছে খেলা আমারি  চারিপাশের ছলে
আকাসে বাতাসে আজও কিসের ধ্বনি সেতো
জানি জানান দেয় প্রিয়ার চরণকমল খানি ।  
চক্ষু সম্মুখে সেতো গগনাঙ্গন কম্পিতমুখখানি
কি যাদুমাখা ওই হে আভা শোভাবর্ধকিনী
ভালোবাসি তোমায় অতিকায় হে পূর্ণশশী !
ভুলিতে পারিনা তোমার চন্দ্র-রূপালি মুখখানি
বড় উতলা এ হিদয় মম ভেবে যায় সারাক্ষণ ,
কেমনে লভিনু আজিকে চিরতরে তোমায়  ।


তোমার চাহনি রহস্যের মলিনতা আজও  
গোপনে রাখিছ কি তব মোরে সে ভাবনায় !
জানিতে চাহে এ মন মম বড় উতলা কামনায়  
   বারে বারে ফিরি ওই চিন্তনো বিফলতায় ।
     কাউকে কখনো বলনি সে নাম সেতো
      শুধু সেখানে আছে কান্নার রং আর
                                     স্পর্শকতার ছাপ   !


ক্ষণিকের দেখায়
১৭ জানুয়ারি - ২০২০ ।